মহুয়া জান্নাত মনি, রাঙামাটি
এপ্রিল ১৯, ২০২৫, ০৬:২৯ পিএম
মহুয়া জান্নাত মনি, রাঙামাটি
এপ্রিল ১৯, ২০২৫, ০৬:২৯ পিএম
পুরাতন বছরের সকল দুঃখ, কষ্ট, গ্লানি ধুয়ে-মুছে দিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়ে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই জল উৎসব উদযাপিত হয়েছে।
এ উৎসবকে কেন্দ্র করে হাজারো নারী-পুরুষ সমবেত হয়েছেন। আর এ উৎসবের মধ্য দিয়ে পাহাড়ে সপ্তাহব্যাপী প্রধান সামাজিক উৎসব বিজু, সাংক্রাইং, বৈসুক, বিষু, বিহু এর সমাপ্তি ঘটলো।
শনিবার মারমা সাংস্কৃতিক সংস্থা (মাসস) এর উদ্যোগে রাঙামাটির চিংহ্লা মং চৌধুরী মারী স্টেডিয়াম মাঠে ঐতিহ্যবাহী এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান অনুপ কুমার চাকমা, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ, জেলা পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন, ইউরোপীয় ইউনয়নের রাষ্ট্রদূতগণসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাংগ্রাই উদযাপন কমিটির সভাপতি মংথোয়াই খই মারমা। আলোচনা সভা শেষে ফিতা কেটে জল উৎসবের উদ্বোধন করা হয়।
এর পর বাঁশি বাজার সঙ্গে সঙ্গে শুরু হয় ছোট ছোট ডিঙ্গি নৌকায় রাখা পানি দিয়ে কয়েকটি দলে ভাগ হয়ে তরুণ-তরুণীরা একে অপরকে পানি ছিটিয়ে ভিজিয়ে উৎসবে মেতে উঠে। এতে বিগত বছরের সকল পাপ ও জরাজীর্ণ ধুয়ে-মুছে যায় বলে তাদের বিশ্বাস।
পাশাপাশি চলে মারমা সম্প্রদায়ের শিল্পীগোষ্ঠীর নৃত্য ও সঙ্গীত পরিবেশনা। সাংগ্রাই উৎসবের সবচেয়ে আকর্ষণীয় পানি খেলা দেখার জন্য হাজারো নারী-পুরুষ, শিশু-কিশোর উৎসবস্থলে সমবেত হন। উৎসবে দূর-দুরান্ত থেকে আগত পর্যটকসহ পাহাড়ি-বাঙালীর মিলনমেলায় পরিণত হয়।
ইএইচ