Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫,

টুঙ্গিপাড়ায় থানার পাশের দোকানেই চুরি, জানেন না ওসি

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

এপ্রিল ২০, ২০২৫, ০৩:০২ পিএম


টুঙ্গিপাড়ায় থানার পাশের দোকানেই চুরি, জানেন না ওসি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানা ভবন সংলগ্ন একটি চায়ের দোকানে চুরির ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে কিছুই জানেন না থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম।

চা বিক্রেতা নাসির হোসেন জানান, শনিবার দিবাগত রাতে তার দোকানে চুরি হয়।

তিনি বলেন, “প্রায় ১৮ বছর ধরে থানার পাশে চা, সিগারেটের দোকান চালাচ্ছি। শনিবার রাতে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি যাই। পরদিন ভোরে লোকমুখে শুনি দোকানে চুরি হয়েছে। এসে দেখি, চোরেরা দোকানের টিনের একপাশের কড়া খুলে প্রায় দুই হাজার টাকার সিগারেট, দুই হাজার টাকা মূল্যের একটি ফ্যান, কয়েক প্যাকেট বিস্কুট এবং একটি নোকিয়া মোবাইল নিয়ে গেছে।”

তিনি আরও বলেন, “তিন মেয়ে ও স্ত্রীকে নিয়ে আমার সংসার। এই দোকানই আমার আয়ের একমাত্র উৎস। চুরির ফলে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি।”

থানার পাশেই চুরির ঘটনায় উপজেলা জুড়ে চলছে আলোচনা ও সমালোচনা।

পাচকাহনিয়া গ্রামের এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “যেখানে থানার পাশেই চুরি হয়, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? চুরির অভিযোগ দিলেও তেমন কোনো পদক্ষেপ দেখা যায় না। তাই অনেক দোকানদার নিরুপায় হয়ে ক্ষতি মেনেই ব্যবসা চালিয়ে যান।”

এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, “থানার পাশের দোকানে চুরির বিষয়ে এখনো জানি না। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ইএইচ

Link copied!