বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
এপ্রিল ২০, ২০২৫, ০৩:১১ পিএম
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
এপ্রিল ২০, ২০২৫, ০৩:১১ পিএম
ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ এবং চীন কর্তৃক প্রতিষ্ঠিত একটি হাসপাতাল বরিশাল বিভাগে নির্মাণের দাবিতে বরিশালের বাকেরগঞ্জে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১টায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কের সরকারি বাকেরগঞ্জ কলেজের সামনে এক ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন- উপজেলা ছাত্র-শিক্ষক ঐক্য পরিষদের সভাপতি ফজলুর রহমান মোল্লা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মুজিবর রহমান মোল্লা, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. মনিরুজ্জামান মনির, প্রভাষক ইন্দ্রজিৎ কুমার, সাবেক যুবনেতা মোজাম্মেল সিকদার এবং সাবেক ছাত্রনেতা খান সুলতান মাহমুদ জলিল।
এছাড়া মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান মোল্লা, সাংবাদিক মাসুদ সিকদার, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি জিয়াউল হক আকন, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস প্রমুখ।
বক্তারা বলেন, পূর্ববর্তী সরকারের সময় একনেকে ফরিদপুরের ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়ক ৬ লেনে উন্নীত করার প্রকল্প অনুমোদিত হলেও, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর তা বাতিল করা হয়েছে—যা অত্যন্ত দুঃখজনক।
তারা আরও বলেন, দক্ষিণাঞ্চলে চিকিৎসা সেবার একমাত্র ভরসা বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। অথচ চীন কর্তৃক প্রতিষ্ঠিত তিনটি হাসপাতালের একটি বরিশালে স্থাপন করা হলে এ অঞ্চলের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত হতো।
নেতৃবৃন্দ অবিলম্বে ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ এবং বরিশালে একটি আধুনিক হাসপাতাল স্থাপনের জোর দাবি জানান। দাবি বাস্তবায়ন না হলে তারা বৃহত্তর আন্দোলন ও দক্ষিণাঞ্চল অবরোধ কর্মসূচির হুঁশিয়ারি দেন।
মানববন্ধনে বাকেরগঞ্জ উপজেলার ব্যবসায়ী, সাংবাদিক, পেশাজীবী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
ইএইচ