কুড়িগ্রাম প্রতিনিধি
এপ্রিল ২০, ২০২৫, ০৭:৩২ পিএম
কুড়িগ্রাম প্রতিনিধি
এপ্রিল ২০, ২০২৫, ০৭:৩২ পিএম
জাতীয়করণের দাবিতে ইবতেদায়ী শিক্ষকদের কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ এপ্রিল) বেলা ১১টার কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা ।
এ সময় মনিরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক সাইফুর রহমান, ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণ বাস্তবায়ন কমিটির জেলা সমন্বয়ক নুরুন্নবী সরকার, শিক্ষক আব্দুল কুদ্দুস, সেফায়েত হোসেন সোলায়মান আলী, আব্দুল মোতালেব, রুহুল আমিন,জেসমিন আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত অনুদানভুক্ত ও অনুদান বিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা গত ২৮ জানুয়ারি সরকারের নির্দেশে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ সহ ৬ দফা দাবি ঘোষণা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু দীর্ঘদিনেও বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।
বক্তারা আরো বলেন, দীর্ঘ ২৪ বছর ধরে আমরা বিনা বেতনে চাকরি করে আসছি। আগামী ১৩ মে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ইবতেদায়ী মাদরাসাগুলো জাতীয়করণ করা না হলে ১৩ মে জাতীয় প্রেস ক্লাবের সামনে কঠোর কর্মসূচির ঘোষণা দেন শিক্ষকরা।
আরএস