Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫,

দুর্গাপুর থানার ওসির চেষ্টায় মানসিক ভারসাম্যহীন কিশোরকে খুঁজে পেল পরিবার

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

এপ্রিল ২০, ২০২৫, ০৭:৫৯ পিএম


দুর্গাপুর থানার ওসির চেষ্টায় মানসিক ভারসাম্যহীন কিশোরকে খুঁজে পেল পরিবার

রাজশাহী মহানগরীতে ডাক্তার দেখাতে গিয়ে নিখোঁজ হন মানসিক ভারসাম্যহীন কিশোর। পরে ঘুরতে ঘুরতে রাজশাহীর দুর্গাপুরে চলে আসে।  নিখোঁজ মানসিক ভারসাম্যহীন ওই কিশোর শুধু নিজের নাম ছাড়া কিছুই বলতে পারতো না। 

এরপরে স্থানীয়দের সহযোগিতায় দুর্গাপুর থানার ওসির চেষ্টায় তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। মানসিক ভারসাম্যহীন ওই কিশোরের পরিবারের সন্ধান পেতে ওসি দুরুল হোদা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা চান। অবশেষে পরিবারের সন্ধান মিলে। রোববার (২০ এপ্রিল) সকালে ওসি দুরুল হোদা ওই কিশোরের পরিচয় নিশ্চিতের পরে তার মায়ের হাতে তুলে দেওয়া হয়। ওই কিশোরের নাম ইউসুফ (১৮) তার মায়ের নাম বিউটি বেগম। বাড়ি কুষ্টিয়ার কুমারখালি এলাকায়। 

জানাগেছে, গত শনিবার দিবাগত রাত সাড়ে এগারো টার দিকে তার কাছে একটি ফোনকল আসে। মুঠোফোনে জানানো হয় একজন মানসিক ভারসাম্যহীন কিশোরকে এলাকায় ঘুরতে দেখে লোকজন তাকে আটকে রাখে।  তাৎক্ষনিক মানসিক ভারসাম্যহীন উদ্ধার করে দুর্গাপুর থানায় নিয়ে আসা হয়। তাঁকে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নেওয়া হয়। মানসিক ভারসাম্যহীন ওই যুবকের দেয়া তথ্যের সূত্র ধরে রাতেই কুষ্টিয়া জেলার বিভিন্ন থানায় যোগাযোগ করে ছবি পাঠিয়ে ও তার নাম পরিচয় নিশ্চিত করতে কাজ শুরু করে থানা পুলিশ । এরপর রাতে তার পরিচয় সনাক্ত করার বিষয়টি কুষ্টিয়ার কুমারখালী থানা থেকে নিশ্চিত করা হয়। 

পুলিশ জানায়, সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি পোস্ট দেওয়ার পর পরিবারের সন্ধান নিশ্চিত হওয়ার পর তাকে হস্তান্তর করা হয়। 

মানসিক ভারসাম্যহীন ইউসুফ এর  মা বিউটি বেগম জানান, তার ছেলে মানসিক ভারসাম্যহীন। তাকে রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের কাছে নিয়ে আসেন। সকালে নাস্তা করার সময়  লক্ষীপুর মোড় থেকে নিখোঁজ হন। এই প্রথমবার আমার ছেলে  নিখোঁজ হয় । 

তিনি জানান, ছেলেকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে দুর্গাপুর থানা পুলিশ ও সোশ্যাল এক্টিভিটিদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, মানসিক ভারসাম্যহীন কিশোরকে তাকে উদ্ধারের পর তার পরিচয় ঠিকানা জিজ্ঞাসা করলে সে কিছুই বলতে পারেনি। পরে তার পরিচয় নিশ্চিত হয়ে তার মায়ের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রত্যেকটি মায়ের কাছে তার সন্তান অমূল্য সম্পদ। মানসিক ভারসাম্যহীন কিশোরকে পাগল ভেবে অনেকেই হয়তো খারাপ আচরন করতে পারে। 

তিনি বলেন দুর্গাপুর থানার পুলিশ ইউসুফকে উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার সময় তার মায়ের যে অনুভুতি তা প্রতিটি মানুষের মনকে নাড়া দিবে।

আরএস
 

Link copied!