যশোর ব্যুরো
এপ্রিল ২০, ২০২৫, ০৮:৫০ পিএম
যশোর ব্যুরো
এপ্রিল ২০, ২০২৫, ০৮:৫০ পিএম
যশোর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারসহ শীর্ষ নেতাদের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। রবিবার (২০ এপ্রিল) দুপুরে বিপুলসংখ্যক পুলিশ সদস্য অভিযান চালান। অভিযানে কাউকে আটক বা কিছু উদ্ধার করতে পারেনি পুলিশ।
পুলিশ সূত্রে ও সরেজমিন জানা গেছে, সাত গাড়ি নিয়ে পুলিশ প্রথমে শহরের কাঁঠালতলা জেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের বাড়িতে যান। যদিও ওই বাড়িটি ছাত্র-জনতা গণ-অভ্যুত্থানের দিন বিক্ষুব্ধ হয়ে পুড়িয়ে দেন। শাহীন চাকলাদার ও তার পরিবারের সদস্যরা সেই বাড়িতে আর থাকেন না। পোড়া এই বাড়িতে সংস্কারের কাজ চলছে। শ্রমিকদের সাথে কথা বলে পুলিশ।
এরপর, পুলিশের টিমটি যশোর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও যুবলীগের প্রচার সম্পাদক জাহিদ হোসেন মিলন ওরফে টাক মিলনের বাসায় যায়। সেখান থেকে শহরের কদমতলাতে অবস্থিত জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবলীগ নেতা শফিকুল ইসলাম জুয়েলের বাড়িতে যায়।
পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিমটি কাজীপাড়ায় জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আ. লীগের সহসভাপতি সাইফুজ্জামান পিকুল ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলের বাড়িতে যায়। বাড়িতে গিয়ে কাউকে আটক বা কিছু উদ্ধার করতে পারেনি পুলিশ।
নেতা-কর্মীদের বাড়িতে বিভিন্ন মামলার আসামিরা অবস্থান করছে উল্লেখ করে অভিযানে থাকা পুলিশের এক কর্মকর্তা বলেন, মূলত এসব তথ্যের ভিত্তিতে আমরা অভিযান চালায়।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, কোনো দলীয় পরিচয়ে কারও বাড়িতে অভিযান চালানো হয়নি। অস্ত্র ও মাদক অভিযানের অংশ হিসেবে অভিযান চালায় পুলিশ। তবে কাউকে আটক বা কিছু উদ্ধার করা যায়নি।
এদিকে এ বিষয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান, যশোরসহ সারা দেশে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করছেন। শনিবার (১৯ এপ্রিল) ঝটিকা মিছিল বন্ধ করতে না পারায় পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। তারই অংশ হিসেবে নেতা-কর্মীদের মধ্যে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে পুলিশ এই অভিযান চালায়।
আরএস