Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫,

ভেড়ামারায় মাজারে গাঁজা খাওয়া নিয়ে দ্বন্দ্ব, এসিল্যান্ড লাঞ্ছিত

হেলাল মজুমদার, ভেড়ামারা

হেলাল মজুমদার, ভেড়ামারা

এপ্রিল ২০, ২০২৫, ০৯:১৮ পিএম


ভেড়ামারায় মাজারে গাঁজা খাওয়া নিয়ে দ্বন্দ্ব, এসিল্যান্ড লাঞ্ছিত

কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার সরকারি কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন এর উপর হামলার ঘটনা ঘটেছে। ২০ এপ্রিল রবিবার দুপুরে উপজেলার ধরমপুর ইউনিয়ন সাতবাড়ীয়া বিত্তিপাড়া, ঘোড়েশাহ্ বাবার মাজারের গাঁজা খাওয়ার সরঞ্জাম জব্দ ও নষ্ট করায় বাইরে থেকে আসা বিভিন্ন ফকির ও মাজার ভক্তরা এই হামলা চালায়। 

এ সময় সেখানে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইনকে লাঞ্ছিত করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাজারে মাদক বিরোধী অভিযান পরিচালনা করতে গিয়ে লাঞ্ছিতের শিকার হয়েছেন এসিল্যান্ড ভেড়ামারাসহ সঙ্গীয় ফোর্স।

ঘোড়েশাহ্ বাবার মাজার কমিটির সভাপতি মোহাম্মদকে খুঁজে না পাওয়ার কারণে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এবং সাধারণ সম্পাদক নিয়ে আব্দুল মজিদকে নিয়ে মতবিরোধ থাকায় সে বক্তব্য দিতে রাজি হয়নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, সহকারি কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইনকে লাঞ্ছিত করায় আমরা প্রশাসনিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

তিনি আরো বলেন, মাজার কমিটি আমার সাথে দেখা করতে এসেছিল আমি জানিয়ে দিয়েছি আগামীতে বহিরাগত কোন মানুষ আসাতে পারবে না  কোন ফকির, ভক্তরা মাজারে প্রবেশ করে মাজারে  মাদক সেবন করতে পারবেনা। এই আদেশ অমান্য করলে প্রশাসন আরো কঠোর ব্যবস্থা নেবে।

আরএস
 

Link copied!