টিটন কুমার ঘোষ, টঙ্গী (গাজীপুর)
এপ্রিল ২১, ২০২৫, ১১:২৭ এএম
টিটন কুমার ঘোষ, টঙ্গী (গাজীপুর)
এপ্রিল ২১, ২০২৫, ১১:২৭ এএম
গাজীপুরের টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে সিজন (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহতের ভাই শিপন জানান, রোববার রাত আনুমানিক ৯টার দিকে টঙ্গীর মরকুন পশ্চিমপাড়া এলাকায় ফারুকের চায়ের দোকানে দুর্বৃত্তরা সিজনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তবে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত সিজন কিশোরগঞ্জের হোসেনপুর থানার স্বপনের ছেলে। তিনি পরিবার নিয়ে টঙ্গীর মরকুন রেলওয়ে কলোনি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
শিপন আরও জানান, রোববার বিকেলে একই এলাকার সালমান মোবাইল ফোনে সিজনকে ডেকে নেয়। এর কয়েক ঘণ্টা পর অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে রেখে যায়।
খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে গিয়ে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, “ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।”
ইএইচ