Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫,

বরিশালে মেয়র প্রার্থীর পর এবার ১৭ কাউন্সিলরের মামলা

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

এপ্রিল ২১, ২০২৫, ১২:১৯ পিএম


বরিশালে মেয়র প্রার্থীর পর এবার ১৭ কাউন্সিলরের মামলা

বরিশাল সিটি করপোরেশন (বসিক) নির্বাচনে বিজয়ী ১৭ জন কাউন্সিলরের পদ শূন্য ঘোষণা করে জারি করা প্রজ্ঞাপনকে আইনবহির্ভূত দাবি করে তা বাতিলের আবেদন জানিয়ে আদালতে মামলা করেছেন সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা।

গত ১৮ এপ্রিল বরিশালের ১ম যুগ্ম জেলা জজ আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিবসহ আটজনকে বিবাদী করা হয়েছে।

বিবাদীরা হলেন—স্থানীয় সরকার বিভাগের সচিব, সিটি করপোরেশন-১ শাখার উপসচিব, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক, বিভাগীয় কমিশনার, প্রধান নির্বাহী কর্মকর্তা, সিটি করপোরেশনের সচিব, বরিশাল জেলা প্রশাসক এবং রাষ্ট্রপতি কার্যালয়ের জন বিভাগের সচিব।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. রফিকুল ইসলামের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে ১৭টি ওয়ার্ডের কাউন্সিলরের কার্যক্রম বন্ধ এবং তাদের পদ শূন্য ঘোষণা করা হয়। এতে কোনো পূর্ব নোটিশ বা কারণ দর্শানোর সুযোগ দেওয়া হয়নি। এটি সংবিধান ও স্থানীয় সরকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলেও মামলায় উল্লেখ করা হয়।

বাদীপক্ষের আইনজীবী মাহাবুবুল হক বলেন, “জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের এভাবে পদচ্যুত করা নজিরবিহীন। এটি সম্পূর্ণ সংবিধান ও আইনের পরিপন্থী। আমরা আদালতের মাধ্যমে প্রজ্ঞাপন বাতিল করে কাউন্সিলরদের পূর্ণবহালের আবেদন জানিয়েছি।”

তিনি আরও জানান, আদালত মামলাটি আমলে নিয়ে শুনানির জন্য গ্রহণ করেছেন এবং আদেশের তারিখ হিসেবে আগামী ৭ মে নির্ধারণ করেছেন।

মামলার বাদী ১৭ জন ওয়ার্ড কাউন্সিলর হলেন- ১ নম্বর ওয়ার্ডের আউয়াল মোল্লা, ২ নম্বর ওয়ার্ডের মুন্না হাওলাদার, ৫ নম্বরের কেফায়েত হোসেন রনি, ৬ নম্বরের খান মো. জামাল হোসেন, ৯ নম্বরের সৈয়দ হুমায়ূন কবির লিংকু, ১০ নম্বরের জয়নাল আবেদিন, ১২ নম্বরের আনোয়ার হোসেন রয়েল, ১৩ নম্বরের মেহেদী হাসান পারভেজ খান, ১৪ নম্বরের শাকিল আহমেদ পলাশ, ১৫ নম্বরের সামজিদুল কবির, ২১ নম্বরের শেখ সাঈদ আহমেদ, ২৫ নম্বরের সুলতান মাহমুদ, ২৬ নম্বরের হুমায়ূন কবির, এবং সংরক্ষিত ওয়ার্ড ৪-এর আয়শা তৌহিদ লুনা, ৭-এর সালমা আক্তার শিলা, ৯-এর ডালিয়া পরভীন।

সংশ্লিষ্টরা আশা করছেন, আদালতের রায়ের মাধ্যমে তারা দ্রুত স্বপদে ফিরতে পারবেন এবং নাগরিকদের প্রতিনিধিত্বে পুনরায় দায়িত্ব পালন করতে পারবেন।

ইএইচ

Link copied!