Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫,

শিবচরে সংবাদকর্মীর ওপর সন্ত্রাসী হামলা

মশিউর কাজী, শিবচর

মশিউর কাজী, শিবচর

এপ্রিল ২১, ২০২৫, ১২:৫৬ পিএম


শিবচরে সংবাদকর্মীর ওপর সন্ত্রাসী হামলা

মাদারীপুরের শিবচরে সংবাদ প্রচার করায় গ্লোবাল টেলিভিশনের সাংবাদিক এম এ কাইউম শেখ (৪২) সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন।

তিনি গ্লোবাল টিভির মাদারীপুর জেলা সংবাদদাতা হিসেবে কর্মরত।

ঘটনাটি ঘটে রোববার রাত আনুমানিক ১১টার দিকে শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের চিতাখোলা ব্রিজের পাশে, মরহুম মিঠু চৌধুরীর বাড়ির সামনে।

এই ঘটনায় শিবচরের সাংবাদিক সমাজ এবং স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। অন্যথায় মানববন্ধন, বিক্ষোভসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিকরা, এমনকি কলম বিরতিরও ঘোষণা দেওয়া হতে পারে বলে জানিয়েছেন তারা।

আহত সাংবাদিক এম এ কাইউম শেখ জানান, পাঁচ্চর ২ নম্বর গোয়ালকান্দা গ্রামের মৃত হারুন মুন্সির ছেলে ও সাবেক ছাত্রদল নেতা রুবেল মুন্সি (৩০), এবং মাদবরেরচর চরকান্দি গ্রামের সেকান শেখের ছেলে রেজাউল শেখ (২৯)-এর নেতৃত্বে ৫-৭ জনের একটি সন্ত্রাসী দল তার ওপর অতর্কিত হামলা চালায়।

বাড়ি ফেরার পথে তাকে পথরোধ করে কিল-ঘুষি ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় এবং গুরুতর আহত অবস্থায় রাস্তার পাশে ফেলে রেখে যায়। তার আর্তচিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

সংবাদ পেয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত কাইউম শেখকে উদ্ধার করে প্রথমে রয়েল হাসপাতালে এবং পরে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

আহত সাংবাদিক আরও জানান, মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী (লাবলু)-এর সঙ্গে অভিযুক্ত রুবেল মুন্সির ছবি সংবলিত একটি ব্যানার গুরুত্বপূর্ণ স্থানে টানানো হয়, যাতে ধাক্কা লেগে একই দিনে দু’জন পথচারী আহত হন। ওই ঘটনার সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার কারণেই তার ওপর এই সন্ত্রাসী হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।

প্রবাসে থাকা সাজ্জাদ হোসেন সিদ্দিকীর সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, "ওই হামলাকারীরা আমার দলের কেউ নয়। যারা এমন জঘন্য কাজ করে, তারা সন্ত্রাসী। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচার হওয়া উচিত।"

শিবচর থানার ওসি রতন শেখ জানান, "সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত সাংবাদিককে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করি। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ জমা হয়েছে। দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

ইএইচ

Link copied!