জয়পুরহাট প্রতিনিধি
এপ্রিল ২১, ২০২৫, ০৩:৫৩ পিএম
জয়পুরহাট প্রতিনিধি
এপ্রিল ২১, ২০২৫, ০৩:৫৩ পিএম
জয়পুরহাট জেলা পরিষদের ২০২৩-২৪ অর্থবছরের এডিপির বরাদ্দের আওতায় পেশাজীবী গাড়ি চালকদের জন্য দুই দিনব্যাপী “দক্ষতা ও সচেতনতামূলক প্রশিক্ষণ ২০২৫” কর্মসূচির উদ্বোধন হয়েছে।
সোমবার সকাল ১১টায় বিআরটিএ কার্যালয়ে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, বিআরটিএ’র সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন, ইন্সপেক্টর রাম কৃষ্ণ পোদ্দার, নিরাপদ সড়ক চাই (নিসচা) জয়পুরহাট জেলা শাখার সভাপতি নূর-ই-আলম, জেলা সিভিল সার্জনের প্রতিনিধি ডা. ওলিউজ্জামান ও জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উম্মত আলী হিম্মত।
প্রশিক্ষণে জেলার বাস, মিনিবাস ও সিএনজি অটোরিকশার ৫০ জন চালক অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী বলেন, “একটি দুর্ঘটনা একটি পরিবারকে সারা জীবনের জন্য কান্নায় নিমজ্জিত করতে পারে। তাই দুর্ঘটনা প্রতিরোধে চালকদের সর্বপ্রথম সচেতন হতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা প্রতিষ্ঠা সম্ভব।”
প্রশিক্ষণের উদ্দেশ্য ছিল চালকদের মধ্যে ট্রাফিক আইন, নিরাপদ ড্রাইভিং, যাত্রীসেবা ও স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বাড়ানো।
ইএইচ