Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫,

ইন্দুরকানীতে ওপেন হাউজ ডে পালিত

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

এপ্রিল ২১, ২০২৫, ০৪:০৬ পিএম


ইন্দুরকানীতে ওপেন হাউজ ডে পালিত

পিরোজপুরের ইন্দুরকানীতে ওপেন হাউজ ডে পালিত হয়েছে।

সোমবার সকালে ইন্দুরকানী থানা কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঠবাড়ীয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার সাখাওয়াত হোসেন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন—উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী, উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ফরিদ আহম্মেদ, সাবেক ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদার, জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলী হোসেন, বিএনপির যুগ্ম আহ্বায়ক মাস্তান হাফিজ, ইমাম সমিতির সভাপতি মাওলানা আঃ জলিল হাওলাদার, ছাত্রদলের আহ্বায়ক মোঃ আল-আমিন হোসেন এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জুয়েল রানা প্রমুখ।

সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বক্তারা মাদক, চুরি, রাজনৈতিক অস্থিরতা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তর আলোচনা করেন এবং এসব প্রতিরোধে প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

ইএইচ

Link copied!