Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫,

পারভেজ হত্যার বিচারের দাবিতে নড়াইলে ছাত্রদলের মানববন্ধন

নড়াইল প্রতিনিধি

নড়াইল প্রতিনিধি

এপ্রিল ২১, ২০২৫, ০৪:১১ পিএম


পারভেজ হত্যার বিচারের দাবিতে নড়াইলে ছাত্রদলের মানববন্ধন

বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১টায় নড়াইল ভিক্টোরিয়া কলেজ চত্বরে কলেজ ছাত্রদলের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন- জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস ও সাধারণ সম্পাদক খন্দকার মাহামুদুল হাসান সনি। এসময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন গাজী, সদস্য সচিব নাহিদ হাসান পিয়াস, নড়াইল ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের আহ্বায়ক আরিফ হাসান, সদস্য সচিব হামিদুল হক তনুসহ জেলা, উপজেলা, পৌর ও কলেজ শাখার নেতৃবৃন্দ।

বক্তারা ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, “এই হত্যাকাণ্ড যেন ভবিষ্যতে আর কখনো না ঘটে, সে জন্য দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।”

ইএইচ

Link copied!