Amar Sangbad
ঢাকা সোমবার, ২১ এপ্রিল, ২০২৫,

দুর্গাপুরে ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

এপ্রিল ২১, ২০২৫, ০৭:৪০ পিএম


দুর্গাপুরে ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীর দুর্গাপুরে ট্যাপেনটাডোল নামক মাদকের ট্যাবলেটসহ মো. সোহানুর রহমান সোহান (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানা পুলিশ। রোববার ২০ (এপ্রিল) দিবাগত-রাতে উপজেলার দুর্গাপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দুরুল হোদা। গ্রেপ্তার সোহানুর রহমান সোহান উপজেলার কালিদহ (পশিচমপাড়া)  আলমগীর হোসেনের ছেলে। 

ওসি জানান, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৬০ পিস ট্যাপেনটাডোল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। বিক্রয়ের উদ্দেশ্যে ট্যাবলেটগুলো সে তার নিজ হেফাজতে রেখেছিল। এ মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। 

এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে গ্রেফতারকৃত যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরএস
 

Link copied!