Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫,

মাটিরাঙ্গায় পাটের মোড়ক ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি

এপ্রিল ২১, ২০২৫, ০৭:৫২ পিএম


মাটিরাঙ্গায় পাটের মোড়ক ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

প্লাস্টিকের মোড়ক পরিবেশের জন্য ক্ষতিকর প্লাস্টিকের পরিবর্তে ধান, চাল, গম, ভুট্টা, সার, চিনি, মরিচ, হলুদ, পেঁয়াজ, রসুনসহ ঊনিশ টি পণ্য সংরক্ষণ ও পরিবহনে পাটের ব্যাগ বা বস্তার ব্যবহার নিশ্চিতের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন।

সোমবার (২১ এপ্রিল)  বিকালের দিকে মাটিরাঙ্গা বাজারে বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুর আলম অভিযানে নেতৃত্ব দেন।

এ সময়, প‌ণ্যে পাট জাত মোড়ক বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০(১৪) ধারা মোতা‌বেক মামুন স্টোর,  মেসার্স হাসান স্টোর, স‌ফিক স্টোর, সোহাগ খাদ্য ভাণ্ডার, রব মেজর অ‌টো রাইচ মিল কে ১হাজার ক‌রে এবং মেসার্স তা‌নিয়া স্টোর কে ৫শত টাকা সহ মোট ৫হাজার ৫শত টাকা জ‌রিমানা করা হয়।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম বলেন, পাটের মোড়ক ব্যবহার বাধ্যতামূলক হলেও অনেকেই তা মানছেন না  প‌লি‌থি‌নের ব্যবহার পরিহার ক‌রে স্বাস্থ্য সম্মত পঁচনশীল পাটজাত মোকড় ব্যবহার কর‌তে সকল ব্যবসায়ীর প্রতি আহ্বান জানান। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাক‌বে ব‌লে জানান তি‌নি।

চট্টগ্রাম পাট অ‌ধিদপ্তরের প‌রিদর্শক বাবুল চন্দ্র দাস ও বাজার প‌রিচালানা ক‌মি‌টির সভাপতি মো.জামাল হোসেন,  উপ‌স্থিত ছি‌লেন।

আরএস
 

Link copied!