Amar Sangbad
ঢাকা সোমবার, ২১ এপ্রিল, ২০২৫,

চরফ্যাশনে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির সভা

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

এপ্রিল ২১, ২০২৫, ০৯:১৮ পিএম


চরফ্যাশনে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির সভা

চরফ্যাশনে সামুদ্রিক মৎস্য আহরণে নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার (২১ এপ্রিল)  সকাল ১১টায়  উপজেলা পরিষদের সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়। 

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি। 

এ সময় বিভিন্ন বরফ কলের মালিক,মৎস্য আড়তদার, বোট মালিকগণ,  ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ অংশ গ্রহণ করে যথাযথভাবে এই নিষেধাজ্ঞা কার্যকরে নিজেদের মতামত তুলে ধরেন। 
সভায় জানানো হয়, ১৫ই এপ্রিল থেকে ১১ জুন (৫৮ দিন) সামুদ্রিক মৎস্য আহরণে নিষেধাজ্ঞা বাস্তবায়নে দৃঢ়তার সাথে কাজ করছে এ বিষয়ে সংশ্লিষ্ট সবাই।

আরএস

Link copied!