Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫,

নরসিংদীর পলাশে অবৈধ সেই ব্যাটারি কারখানা অবশেষে বন্ধ

তারেক পাঠান, পলাশ (নরসিংদী)

তারেক পাঠান, পলাশ (নরসিংদী)

এপ্রিল ২১, ২০২৫, ০৯:২৬ পিএম


নরসিংদীর পলাশে  অবৈধ সেই  ব্যাটারি কারখানা অবশেষে  বন্ধ

জীববৈচিত্র ও ফসলি জমি নষ্ট হওয়া কৃষকের আন্দোলনের মুখে  নরসিংদীর পলাশে অবৈধভাবে গড়ে ওঠা জিনওয়ান স্টোরেজ নামে অবৈধ সেই  ব্যাটারি কারখানা অবশেষে   বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে পলাশ  উপজেলার ফুলবাড়িয়া গ্রামে গড়ে ওঠা কারখানায় অভিযান চালিয়ে তা বন্ধ করে দেওয়া হয়। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এ অভিযান পরিচালনা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, চরসিন্দুর ইউনিয়নের   ফুলবাড়িয়া গ্রামে অবৈধভাবে গড়ে ওঠা ব্যাটারি কারখানাটি দীর্ঘদিন ধরে এলাকার ফসলি জমিসহ আশপাশের পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন করে আসছিল। যার কারণে এলাকাবাসী দীর্ঘদিন ধরে এটি স্থায়ীভাবে বন্ধের জন্য দাবি জানিয়ে আসছে। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে ক্ষতিকর এ কারখানায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়।

অভিযানে উপস্থিত ছিলেন- নরসিংদী পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক কামরুজ্জামান সরকার, সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায়, পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএইচএম ফখরুল হোসাইনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

উল্লেখ্য যে, এর আগেও কয়েকবার   কৃষক ও এলাকাবাসীর   আন্দোলনের মুখে প্রশাসন থেকে  সিলগালা করে বন্ধ করে দিয়েছিল অবৈধ  কারখানাটি। অজানা কারণে কিছু দিন বন্ধ থাকার পর  আবার ও  চালু করে আসছিল অবৈধ বেটারি কারখানাটি।

আরএস

 

Link copied!