Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫,

মাগুরায় যৌথ অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫

মাগুরা প্রতিনিধি

মাগুরা প্রতিনিধি

এপ্রিল ২১, ২০২৫, ১১:১৯ পিএম


মাগুরায় যৌথ অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫

মাগুরা জেলা শহরের আবালপুর গ্রামে যৌথ অভিযানে ফেনসিডিলসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সেনা ক্যাম্পের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাগুরা আর্মি ক্যাম্প ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে।

গোয়েন্দা সূত্রে জানা যায়, মাগুরা সদর থানার অন্তর্গত আবালপুর গ্রামের মো. এলিচ হোসেন ও তার ছোট ভাই মো. সজিব মাহমুদ নিজ বাড়িতে ভারতীয় ফেনসিডিল বিক্রির জন্য অবস্থান করছিলেন। এই তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যা ৭টার দিকে অভিযান চালানো হয়।

অভিযানে ১১৬ বোতল ভারতীয় অবৈধ ফেনসিডিল (যার আনুমানিক বাজারমূল্য সাড়ে তিন লাখ টাকা) এবং মাদক বিক্রির নগদ ৩৬,০০০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত পাঁচজন আসামি হলেন- মো. এলিচ হোসেন (৩৭), মো. সজিব মাহমুদ (৩৩) — এলিচ হোসেনের ছোট ভাই, মো. হাসান শরিফ (৪৫), আখি বেগম— এলিচ হোসেনের স্ত্রী, সোহানা আফরিন (২৭) — সজিব মাহমুদের স্ত্রী।

জানা যায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ভারতীয় অবৈধ ফেনসিডিল বিক্রির অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে পূর্বেও মাদক সংক্রান্ত মামলা ছিল। এছাড়া, তারা ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ পাওয়া গেছে। 
অভিযানে আটককৃতদের এবং জব্দকৃত মালামাল "মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মাগুরা"-এর কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার প্রস্তুতি চলছে।

ইএইচ

Link copied!