মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
এপ্রিল ২২, ২০২৫, ০৪:৫৪ পিএম
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
এপ্রিল ২২, ২০২৫, ০৪:৫৪ পিএম
ঝিনাইদহের মহেশপুর উপজেলা মিলনায়তন সভা কক্ষে, উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা সভাপতিত্বে, রুপান্তর(এনজিওর) উদ্যোগে, মানব পাচার ও মানব চোরাচালান প্রতিরোধে মানবপাচার প্রতিরোধ কমিটির সাথে শেয়ারিং ও অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় বক্তব্য রাখেন, মহেশপুর থানা অফিসার ইনচার্জ ফয়েজ উদ্দিন মৃধা, মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সালমা, রুপান্তর(এনজিওর) প্রজেক্ট কো অর্ডিনেটর রবিউল ইসলাম, প্রোগ্রাম অফিসার আল মামুন জাস্টিস এন্ড কেয়ার বাংলাদেশ-এর প্রোগ্রাম অফিসার জান্নাতুল ফিরদাউস, নাটিমা ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, রুপান্তর(এনজিওর) কমিউনিটি ফেসিলিটেটর অননীয় বিশ্বাস প্রমুখ।
সভায় বক্তাগণ মানব পাচার ও মানব চোরাচালান -এর পার্থক্য কি? তাঁর উপর গুরুত্বপূর্ণ আলোচনা এবং এলাকার মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে, পুলিশ, বিজিবি, সাংবাদিক, ইউনিয়ন চেয়ারম্যানদেরকে এলাকায় সচেতনভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান।
আরএস