Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫,

শ্রীপুরে দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

এপ্রিল ২২, ২০২৫, ০৫:১৫ পিএম


শ্রীপুরে দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার

মাগুরার শ্রীপুরে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের ঘাসিয়াড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন, কাদিরপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ঘাসিয়াড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান জিবলু  এবং আকমল শেখের ছেলে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মিরাজ হোসেন ।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কাদিরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান জিবলু ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মিরাজ হোসেন পুলিশ তদন্তে নিয়মিত মামলার আসামি। মঙ্গলবার ভোর সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, গ্রেফতার দুই আওয়ামী লীগ নেতা পুলিশ তদন্তে নিয়মিত মামলার আসামি। গ্রেফতারের পর তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। 

আরএস

Link copied!