Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫,

আখাউড়ায় পুলিশের অভিযানে গ্রেফতার ১০

মো:সাইফুল ইসলাম (আখাউড়া) ব্রাহ্মণবাড়িয়া

মো:সাইফুল ইসলাম (আখাউড়া) ব্রাহ্মণবাড়িয়া

এপ্রিল ২২, ২০২৫, ০৫:৩০ পিএম


আখাউড়ায় পুলিশের অভিযানে গ্রেফতার ১০

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের পৃথক অভিযানে আলোচিত ডাকাতি মামলার আসামি সোহাগ মোল্লাসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় এ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে   সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এত তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ছমিউদ্দিন।

বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া সড়ক বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয় ডাকাতি মামলার এজহারভুক্ত আসামি সোহাগ মোল্লাকে। তার বিরুদ্ধে চুরি, ছিনতাই, মাদক এবং ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

অন্যদিকে, পৃথক অভিযানে বিভিন্ন থানার মোট ৯ জন ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা এবং দণ্ড রয়েছে। আখাউড়া থানা পুলিশ জানিয়েছে, এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।

আরএস

Link copied!