মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
এপ্রিল ২২, ২০২৫, ০৫:৩৫ পিএম
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
এপ্রিল ২২, ২০২৫, ০৫:৩৫ পিএম
টাঙ্গাইলের মির্জাপুরে এক নারী গার্মেন্টস শ্রমিককে ধর্ষণের অভিযোগে কারখানার এজিএমকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২এপ্রিল) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত মির্জাপুর উপজেলার গোড়াই সাউথইস্ট টেক্সটাইল প্রাইভেট লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার সাইফুদ্দিন স্বাক্ষর (৩৮)।
মামলা সূত্রে ও ভুক্তভোগীর ভাষ্যমতে, উপজেলার গোড়াই সাউথইস্ট টেক্সটাইল গার্মেন্টস প্রতিষ্ঠানে চাকরি করতেন ওই নারী। চাকরি নেওয়ার পর থেকেই বিভিন্ন সময় ওই অফিসের জেনারেল ম্যানেজার আলতাফ হোসেন ও ডেপুটি জেনারেল ম্যানেজার সাইফুদ্দিন স্বাক্ষর তাকে একাধিকবার কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। প্রস্তাবে রাজি না হওয়ায় গত ১৭ মার্চ তাকে চাকরিচ্যুত করা হয়। পরে ২২ মার্চ কারখানার ওই দুইজনের বিরুদ্ধে মির্জাপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন ওই নারী। এরপর গত ৪ এপ্রিল ওই নারীকে তার বেতনের পাওনা টাকা দিবে এমন কথা বলে ফোন করে কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকায় আসতে বলে। পরে সেখানে ওই নারী গেলে তাকে তুলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এরপর ৫ এপ্রিল গোড়াই সাউথইস্ট টেক্সটাইল কারখানার জেনারেল ম্যানেজার আলতাফ হোসেন, ডেপুটি জেনারেল ম্যানেজার সাইফুদ্দিন স্বাক্ষর ও শাহিনুর রহমানকে আসামি করে কালিয়াকৈর থানায় ধর্ষণ মামলা করেন ভুক্তভোগী ওই নারী। পরে সোমবার রাতে পুলিশ অভিযান চালিয়ে মৌচাক এলাকা থেকে সাইফুদ্দিন স্বাক্ষরকে গ্রেপ্তার করে।
ধর্ষণের শিকার ওই নারী অভিযোগ করে বলেন, আলতাফ হোসেন মামলা তুলে নিতে বিভিন্ন লোকজন দিয়ে হুমকি দিচ্ছেন। ধর্ষণ মামলার প্রধান আসামিকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এব্যাপারে কালিয়াকৈর থানার উপপরিদর্শক মো. শাহিন মিয়া জানান, ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ৫ দিনের রিমান্ড চেয়ে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। অপর দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরএস