Amar Sangbad
ঢাকা শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫,

ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ আটক-৩

মো. আফজাল হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর)

মো. আফজাল হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর)

এপ্রিল ২২, ২০২৫, ০৭:০৬ পিএম


ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ আটক-৩

দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে ২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২২ এপ্রিল) ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।

ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ.এম জাবের বিন জব্বার (পিএসসি) এর নির্দেশে বিরামপুর উপজেলার কাটলা বিশেষ ক্যাম্পের টহল কমান্ডার হাবিলদার মো. হোসেন আলী সঙ্গীয় ফোর্স নিয়ে দিনাজপুরের ভেলারপাড়া পাঁকা রাস্তার পাশে ওঁতপেতে থাকেন। পরে একটি প্রাইভেট কারকে থামানোর নির্দেশ দিলে টহল দল দ্রুত ঘেরাও করে গাড়িসহ তিনজনকে আটক করে।

আটক ব্যক্তিরা হলেন—মো. সারোয়ার কবির রাফি (২৮), পিতা: মৃত আব্দুর রাজ্জাক সরকার, গ্রাম: ভগবানপুর, পালাশবাড়ি, গাইবান্ধামো, মুন্না মিয়া (২২), পিতা: মো. সাইফুল ইসলাম, একই এলাকা, মো. বুলবুল হাসান (৩৮), পিতা: মো. বদিউজ্জামান, উত্তর কাটলা, বিরামপুর।

তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২৫ বোতল ফেন্সিডিল, একটি প্রাইভেট কার (টয়োটা), একটি মোটরসাইকেল (টিভিএস অ্যাপাচি) এবং ৫টি মোবাইল ফোন। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ২৩ লাখ ৪৩ হাজার টাকা।

এই ঘটনায় বিরামপুর থানায় আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে ২৯ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল এ.এম জাবের বিন জব্বার (পিএসসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে এবং মামলা দায়ের করা হয়েছে। সীমান্তে মাদক চোরাচালানীদের সাথে কোন আপোষ নেই সে যেই হোক না কেন।

আরএস

 

 

 

 

 

 



 

Link copied!