Amar Sangbad
ঢাকা বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫,

চারদিনের ব্যবধানে রাউজানে আবারো যুবদলকর্মীকে গুলি করে হত্যা

লোকমান আনছারী, রাউজান (চট্টগ্রাম)

লোকমান আনছারী, রাউজান (চট্টগ্রাম)

এপ্রিল ২২, ২০২৫, ০৭:১৩ পিএম


চারদিনের ব্যবধানে রাউজানে আবারো যুবদলকর্মীকে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজান উপজেলায় চারদিনের ব্যবধানে মো. ইব্রাহিম (২৮) নামে আরও একজন যুবদল কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। 

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১টার দিকে রাউজান সদর ইউপির পূর্ব রাউজান ৮ নম্বর ওয়ার্ডে গাজীপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত ইব্রাহিমের পিতার নাম মোহাম্মদ আলম বলে জানা গেছে।

জানা গেছে, তিনটি সিএনজিচালিত অটোরিকশা করে আসা একদল দুর্বৃত্ত ইব্রাহিমকে মাথায় গুলি করে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। অভ্যান্তরীণ কোন্দলে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এদিকে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে চলে যাওয়ার সময় কদলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তালুকদার বাড়ির আবুল কালামের ঘরে ভাঙচুর চালায়। এ সময় তার ছেলে মন্নানকে না পেয়ে তার ভাই সিএনজি চালক মো. নাঈমকে পায়ে এবং হাঁটুতে গুলি করে। তাকে প্রথমে রাউজান উপজেলা হাসপাতাল, পরে অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে গত শনিবার রাতে রাউজানের বাগোয়ান গরীর উল্লাহ পাড়ায় খুন হন আরেক যুবদলকর্মী আবদুল্লাহ মানিক।

এবিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন,’ইব্রাহিমের লাশ মর্গে পাঠানো হয়েছে। আমরা হত্যাকারীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছি। বিস্তারিত পরে বলতে পারবো’।

আরএস
 

Link copied!