আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)
এপ্রিল ২৩, ২০২৫, ১০:৪৪ এএম
আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)
এপ্রিল ২৩, ২০২৫, ১০:৪৪ এএম
টাঙ্গাইলের মধুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক সড়কের পাশে খাদে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা চালককে জীবিত উদ্ধার করেন।
বুধবার সকাল ৬টার দিকে মধুপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পঁচিশ মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বোরহান আলী জানান, সকালে খবর পাওয়া যায় যে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বনের মধ্যে খাদে পড়ে গেছে এবং চালক গাড়ির ভেতরে আটকে পড়েছেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় চালককে জীবিত উদ্ধার করে।
আহত চালকের নাম হাবিবুর রহমান (২৪)। তিনি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ভাঙ্গুরা গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
ফায়ার সার্ভিসের বিভাগীয় অ্যাম্বুলেন্সে করে তাকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়।
ইএইচ