মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
এপ্রিল ২৩, ২০২৫, ১১:১১ এএম
মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
এপ্রিল ২৩, ২০২৫, ১১:১১ এএম
সবুজ মাঠ জুড়ে কাঁচা-পাকা ধানের শীষে দুলছে সোনালি সম্ভাবনা। আর ক’দিন পরেই সবুজ শীষ হবে সোনালি। সেই সোনালি শীষে ভরে উঠবে কৃষকের গোলা, হাসবে মুখ। বোরো ধানের মাঠ এখন যেন কৃষকের স্বপ্নের রঙে রাঙানো।
নওগাঁর মান্দা উপজেলায় এবার ১৯ হাজার ৯৫০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। এর মধ্যে উপসি জাতের ধান ১৮ হাজার ৬৩০ হেক্টর এবং হাইব্রিড জাতের ধান ১ হাজার ৩২০ হেক্টর। আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকেরা আশা করছেন বাম্পার ফলনের।
মাঠ ঘুরে দেখা গেছে, ধানের শীষে ভরে গেছে ক্ষেত। হাওয়ায় দুলছে সম্ভাবনার ইশারা। কৃষকেরা ব্যস্ত সময় পার করছেন সেচ, সার প্রয়োগ ও আগাছা দমনে। কেউ সকালে, কেউ আবার সন্ধ্যা পর্যন্ত মাঠে খেটে যাচ্ছেন।
প্রসাদপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কৃষক আল মামুন, তারেক ও শহিদুল বলেন, “কৃষি অফিসের পরামর্শে এবার ধান চাষ করেছি। ফলনও ভালো হচ্ছে।” মান্দা ইউনিয়নের কয়াপাড়া, সাহাপুকুরিয়া, রানাসহ বিভিন্ন গ্রামের কৃষকেরাও সন্তোষ প্রকাশ করেছেন ফসলের উন্নতি দেখে।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাইমিনুল ইসলাম বলেন, “বাম্পার ফলনের লক্ষ্যে কৃষকদের আমরা নিয়মিত মাঠপর্যায়ে প্রশিক্ষণ ও পরামর্শ দিচ্ছি।”
মান্দা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শায়লা শারমিন জানান, “আবহাওয়া অনুকূলে থাকলে এবার কাঙ্ক্ষিত উৎপাদন পাওয়া যাবে। মাঠের অবস্থা খুব ভালো।”
এই মুহূর্তে বোরো ধানের মাঠ যেন কেবল ফসলের নয়, একেকটি দোল খাওয়া শীষ যেন কৃষকের আশার গল্প বলে চলেছে।
বিআরইউ