Amar Sangbad
ঢাকা বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫,

সোনারগাঁওয়ে ৫ লাখ টাকার অবৈধ কাঠসহ ট্রাক আটক

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

এপ্রিল ২৩, ২০২৫, ১২:৩০ পিএম


সোনারগাঁওয়ে ৫ লাখ টাকার অবৈধ কাঠসহ ট্রাক আটক

সোনারগাঁওয়ের ফরেস্ট চেকপোস্টে নিয়মিত টহলের সময় বুধবার (২৩ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে একটি কাঠ বোঝাই ট্রাক আটক করেছে বন বিভাগ। ট্রাকটি থেকে উদ্ধার করা হয় আনুমানিক ২০০ ঘনফুট আকাশমনি রদ্দা কাঠ, যার বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা।

জানা যায়, ট্রাকটি ঢাকা থেকে কুমিল্লার দিকে যাচ্ছিল। চেকপোস্ট এলাকায় সন্দেহজনকভাবে চলাচল করায় ট্রাকটি থামিয়ে তল্লাশি চালানো হয়। ত্রিপল দিয়ে মোড়ানো থাকায় প্রথমে কিছু বোঝা যাচ্ছিল না। পরে সার্চ করে দেখা যায়, ট্রাকভর্তি গাছের রদ্দা কাঠ।

তল্লাশির সময় কাঠ পরিবহনের পক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি চালক ও হেলপার। বরং কর্মকর্তারা কাগজপত্র চাইলেই তারা ট্রাক ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়।

সোনারগাঁও বন বিভাগের স্টেশন কর্মকর্তা আবু তাহের বলেন, “আটক ট্রাক ও কাঠ বন বিভাগের হেফাজতে আনা হয়েছে। কাঠ পরিবহনের কোনো বৈধ অনুমোদন না থাকায় বন আইনের বিধি মোতাবেক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, সোনারগাঁও মহাসড়ক দিয়ে দীর্ঘদিন ধরেই কাঠ পাচারের অভিযোগ রয়েছে। এ বিষয়ে বন বিভাগের নিয়মিত অভিযানের পাশাপাশি প্রশাসনের নজরদারি আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন পরিবেশ সচেতন নাগরিকরা।

বিআরইউ

Link copied!