Amar Sangbad
ঢাকা বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫,

লালমনিরহাটে ‘ঘুষখোর’ নাজিরের স্থায়ী বরখাস্তের দাবি, লং মার্চের হুঁশিয়ারি

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাট প্রতিনিধি:

এপ্রিল ২৩, ২০২৫, ০৩:৪৯ পিএম


লালমনিরহাটে ‘ঘুষখোর’ নাজিরের স্থায়ী বরখাস্তের দাবি, লং মার্চের হুঁশিয়ারি

লালমনিরহাট চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাময়িক বরখাস্ত হওয়া নাজির ইয়াসিন আরাফাতের স্থায়ী বরখাস্তের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লালমনিরহাট জেলা কমিটি।

বুধবার (২৩ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন মহাসড়কে অনুষ্ঠিত এক মানববন্ধনে সংগঠনের জেলা কমিটির সদস্য সচিব হামিদুর রহমান বলেন, ‘৪৮ ঘণ্টার মধ্যে নাজির ইয়াসিন আরাফাতকে স্থায়ীভাবে বরখাস্ত করা না হলে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে জজকোর্ট অভিমুখে লং মার্চ কর্মসূচি পালন করা হবে।’

উল্লেখ্য, সম্প্রতি একাধিক টেলিভিশনে ইয়াসিন আরাফাতের ঘুষ গ্রহণের ভিডিও প্রচারিত হলে তাকে সাময়িক বরখাস্ত করে আদালত কর্তৃপক্ষ। এরপর অভিযুক্ত ব্যক্তি কিছু অসাধু মহলের সহায়তায় স্থানীয় সাংবাদিকদের বিরুদ্ধে মাইকিং করে ‘চাঁদাবাজ’ আখ্যা দিয়ে অপপ্রচারে লিপ্ত হন বলে অভিযোগ উঠে।

এই ঘটনায় লালমনিরহাটে ক্ষোভ ছড়িয়ে পড়ে। মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং অবিলম্বে অভিযুক্ত নাজিরের স্থায়ী বরখাস্ত ও আইনের আওতায় আনার দাবি জানান।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন— বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব কামরুজ্জামান সুমন, জাতীয় যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন, ও আইনজীবী অ্যাডভোকেট জাকিউল হাসান সিদ্দিক রাসেল।

বিআরইউ

Link copied!