Amar Sangbad
ঢাকা বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫,

তাড়াশে অটোরিকশার ধাক্কায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ প্রতিনিধি:

এপ্রিল ২৩, ২০২৫, ০৪:২৭ পিএম


তাড়াশে অটোরিকশার ধাক্কায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় অটোরিকশার ধাক্কায় নুরাইয়া খাতুন (৭) নামে এক শিশুশিক্ষার্থী নিহত হয়েছে। 

বুধবার (২৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে নওগাঁ জিন্দানী ডিগ্রি কলেজের পূর্ব পাশের আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরাইয়া উপজেলার নওগাঁ ইউনিয়নের বানিয়াবহু গ্রামের মো. ফিরোজ হোসেনের মেয়ে এবং শিশু গুরু-শিষ্য কিন্ডারগার্টেন স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, স্কুল শেষে বাড়ি ফেরার পথে রাস্তা পার হচ্ছিল নুরাইয়া। এ সময় মাছের খাদ্য বোঝাই একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে খালকুলা ওহি জেনারেল হাসপাতালে নিলে পথেই তার মৃত্যু হয়।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, ‘পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

বিআরইউ

Link copied!