Amar Sangbad
ঢাকা বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫,

টাঙ্গাইলে শ্রেষ্ঠ ওসি হলেন মির্জাপুর থানার মো. মোশারফ হোসেন

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইল প্রতিনিধি:

এপ্রিল ২৩, ২০২৫, ০৪:৩৩ পিএম


টাঙ্গাইলে শ্রেষ্ঠ ওসি হলেন মির্জাপুর থানার মো. মোশারফ হোসেন

টাঙ্গাইল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা বুধবার (২৩ এপ্রিল) পুলিশ লাইনসে অনুষ্ঠিত হয়েছে। সভায় মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেনকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা প্রদান করা হয়।

জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন— অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) মো. আবিদুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রাকিবুল হাসান রাসেলসহ অন্যান্য কর্মকর্তারা।

জানাগেছে, মাদক উদ্ধার, ডাকাতি ও হত্যা মামলার রহস্য উদঘাটন, অপরাধ দমন, সেবাপ্রদান, রেকর্ডসংখ্যক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারসহ গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য মো. মোশারফ হোসেনকে এই সম্মাননা প্রদান করা হয়।

এছাড়া মাদকদ্রব্য উদ্ধার কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদানের জন্য মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. হাফিজুর রহমানকেও জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে নির্বাচিত করা হয়েছে।

ওসি মো. মোশারফ হোসেন বলেন, ‘এই পুরস্কার আমার দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিল। ভবিষ্যতে আরও ভালো কাজের জন্য এটি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।’

উল্লেখ্য, তিনি ২০২৪ সালের ২ সেপ্টেম্বর মির্জাপুর থানায় ওসি হিসেবে যোগদান করেন।

বিআরইউ

Link copied!