Amar Sangbad
ঢাকা বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫,

সাদুল্লাপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

এপ্রিল ২৩, ২০২৫, ০৭:০৪ পিএম


সাদুল্লাপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষকের মর্মান্তিক মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা ৭নং ইদিলপুর ইউনিয়নে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। বুধবার(২৩ এপ্রিল) দুপুরের ইদিলপুর গ্রামের সোলায়মানের বসতবাড়িতে  ল এ ঘটনা ঘটে। নিহত কৃষক খাদেম হোসেন(৫০) ইদিলপুর গ্রামের মোহাম্মদ আলীর পুত্র।

জানা যায়,বুধবার দুপুরের দিকে খাদেম হোসেন বাড়ির নিকটের প্রতিবেশী সোলায়মানের  ইরি ধানের জমি থেকে ধান কেটে কিছু ধান ঝরিয়ে  গবাদি পশুর জন্য ধান ছড়িয়ে  খড়  নেওয়া জন্য জমি থেকে পাকা ধান কেটে নিয়ে আসে।সেই ধান মেশিন দিয়ে কুপিয়ে (ঝড়ানো) জন্য ধান কোঁপানো (ঝড়ানো) মেশিনে বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য  সকেটে সংযোগ দিতে যায়। এ-সময় বিদ্যুতের দুই তারে একটি তার সকেটের ভিতরে প্রবেশ করায় ও অন্য তারটি হাতের মধ্যে রয়ে যায়।ধান কোঁপানো (ঝরানো) মেশিনের মটর চালু থাকায় ও পায়ে স্যান্ডেল জুতা না থাকায় তার শরীরে বিদ্যুৎ প্রবাহিত হয়।সে আত্মচিৎকার দিয়ে মাটিতে পড়ে যায়। তার আত্মচিৎকারে  সোলায়মানের স্ত্রী দ্রুতগতিতে এসে হাতে থাকা বিদ্যুতের তার সজোরে টান দেয় ও চিৎকার দেয়।

তার চিৎকারে আসে পাশের লোকজন ছুটে এসে  মাটিতে পরে থাকা খাদেম হোসন কে উদ্ধার করে পলাশবাড়ী হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন,ইদিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাহারুল হুদা ও কৃষক দলের আহ্বায়ক ও ইউপি সদস্য মোকলেছুর রহমান। তাঁরা এমন মর্মান্তিক দুর্ঘটনায় খাদেম হোসনের  মৃত্যুর জন্য  দুঃখ প্রকাশ করেন এবং  নিহতের পরিবারের প্রতি সমবেদনা  জ্ঞাপন করেন।

বিদ্যুৎপৃষ্ট হয়ে হয়ে কৃষকের মৃত্যুর বিষয়টি স্বীকার করে,ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন আমি নিজে ঘটনাস্থলে গিয়েছি।

সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ তাজ উদ্দিন বলেন, এ বিষয়ে সাদুল্লাপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। 

আরএস
 

Link copied!