Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫,

মনপুরায় কাবিখায় ‘নয়ছয়’, তালিকা চাওয়ার পরও নীরব ইউএনও

ভোলা প্রতিনিধি:

ভোলা প্রতিনিধি:

এপ্রিল ২৪, ২০২৫, ১২:২৫ পিএম


মনপুরায় কাবিখায় ‘নয়ছয়’, তালিকা চাওয়ার পরও নীরব ইউএনও

ভোলার উপকূলীয় উপজেলা মনপুরায় ‘টি আর’ ও ‘কাবিখা’ প্রকল্পে নয়ছয়ের অভিযোগ উঠেছে। সাংবাদিকরা প্রকল্পের তালিকা চেয়ে বারবার অনুরোধ করলেও তিন মাস পেরিয়ে গেলেও তা প্রকাশ করেননি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বনিক। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় উঠেছে।

ভোলা প্রেসক্লাবের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক অ্যাডভোকেট নজরুল হক অনু বলেন, ‘প্রকল্পে অনিয়মের অভিযোগ ওঠার পর ইউএনওকে ফোন করে তালিকা চাইলে তিনি বলেন পিআইওকে জানাবেন। পরে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেন, তিনি কিছু জানেন না। এরপর আর কেউ ফোন ধরেননি।’

আরেক সাংবাদিক মিশু বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর তিনিও তালিকা চান। ‘প্রথমে ইউএনও বললেও পরে আর ফোন ধরেননি। এটা কেন? প্রকল্পে অনিয়মে তাঁর সম্পৃক্ততা আছে কি না, সেটা খতিয়ে দেখা দরকার।’

সাংবাদিকদের অভিযোগ, উপজেলার টি আর ও কাবিখা প্রকল্পে অস্বচ্ছতা ও গোপনীয়তার আচরণই দুর্নীতির ইঙ্গিত দেয়।

জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন ভোলা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেন বলেন, ‘মনপুরা শুধু নয়, পুরো জেলাতেই এই প্রকল্প নিয়ে হরিলুট চলছে। অনু ভাই একজন প্রবীণ সাংবাদিক, আইনজীবী। তিনি তথ্য চেয়েছেন সঠিক রিপোর্টের জন্য। তালিকা না দিয়ে গড়িমসি করা সাংবাদিকদের কাজ বাধাগ্রস্ত করার শামিল।’

এ বিষয়ে মনপুরা উপজেলার ইউএনও লিখন বনিকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

তবে ভোলা জেলা প্রশাসক (ডিসি) আজাদ জাহান বলেন, ‘ইউএনও কেন তালিকা দেবেন না? অবশ্যই দিতে হবে। আমি তাঁর সঙ্গে কথা বলব।’ 

ডিসি আরও বলেন, বিষয়টি বিস্তারিত জানতে আগামী রবিবার বা সোমবার যোগাযোগ করতে বলা হয়েছে।

বিআরইউ

Link copied!