সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি:
এপ্রিল ২৪, ২০২৫, ১২:৫৪ পিএম
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি:
এপ্রিল ২৪, ২০২৫, ১২:৫৪ পিএম
চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলে পাথরবোঝাই একটি বাল্কহেড ডুবে গেছে। এতে থাকা সাতজন নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে।
নাবিকরা জানান, ভোর চারটার দিকে তারা পাথরবোঝাই বাল্কহেড নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন। সকালে লাল বয়া বাতির কাছাকাছি পৌঁছালে প্রবল ঢেউয়ের আঘাতে বাল্কহেডটি ডুবে যায়। সঙ্গে থাকা লাইফ জ্যাকেট পরে তারা পানিতে ভাসতে ভাসতে সন্দ্বীপ চ্যানেলের দিকে চলে আসে।
সকাল সাতটার দিকে চট্টগ্রাম থেকে সন্দ্বীপগামী একটি যাত্রীবাহী সার্ভিস বোটের চালক মুনছুর মাঝি মাঝ নদীতে তাদের ভাসতে দেখে দ্রুত উদ্ধার করেন। সাতজন নাবিকই বর্তমানে সুস্থ রয়েছেন। তাদের সবার বাড়ি কিশোরগঞ্জ জেলায়।
বিআরইউ