Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫,

তালায় এডভোকেসি সভা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

এপ্রিল ২৪, ২০২৫, ০৩:৫৪ পিএম


তালায় এডভোকেসি সভা

সাতক্ষীরার তালা উপজেলায় যুব নেতৃত্বে স্থানীয় পর্যায়ে দুর্যোগ ঝুঁকি মোকাবেলা ও পরিকল্পনা প্রণয়নপূর্বক বাজেটে অন্তর্ভুক্তকরণ বিষয়ে একটি এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসে বেসরকারি উন্নয়ন সংস্থা সিডো‍‍`র বাস্তবায়নে এবং অ্যাকশনএইড বাংলাদেশ-এর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিডো’র প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস।

সভায় অংশগ্রহণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাজিরা খাতুন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. কামাল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুম বিল্লাহ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন্নাহার, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আমিরুল ইসলাম, ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, নগরঘাটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শিব প্রসাদ মণ্ডল, প্রশাসনিক কর্মকর্তা আমিনুর রশিদ, তালা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হাকিম, ভুমিজ ফাউন্ডেশনের সমন্বয়কারী অচিন্ত সাহা, রুপালী পরিচালক শফিকুল ইসলাম এবং আমার বন্ধু ফাউন্ডেশনের সভাপতি নাহিদ হাসান।

সভায় স্বাগত বক্তব্য দেন সিডো’র প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস। প্রকল্পের কার্যক্রম, লক্ষ্য-উদ্দেশ্য এবং কর্মসূচির প্রতিবেদন উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী মো. তহিদুজ্জামান (তহিদ)।

এডভোকেসির মূল উদ্দেশ্য ছিল স্থানীয় পর্যায়ে দুর্যোগ ঝুঁকি বিশ্লেষণের মাধ্যমে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ঝুঁকি চিহ্নিত করা এবং এসব বিষয়ে বাজেটে বরাদ্দ রাখা।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এক্টিভিস্টা শ্রেয়া গ্লোরিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন অ্যাকশনএইড বাংলাদেশ-এর ইনস্পিরেটর সুপ্তি দাশ চৈতী, প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার, ফাইন্যান্স অফিসার চন্দর কুমার বৈদ্য এবং ইয়ুথ ফেলো লিপি চৌধুরী প্রমুখ।

ইএইচ

Link copied!