শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:
এপ্রিল ২৪, ২০২৫, ০৫:৫০ পিএম
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:
এপ্রিল ২৪, ২০২৫, ০৫:৫০ পিএম
সাতক্ষীরার শ্যামনগরে যৌথবাহিনীর অভিযানে ২১০ কেজি জেলি পুশকৃত চিংড়িসহ দুইজনকে আটক করা হয়েছে। অভিযানে চিংড়ি শিল্পে বড় ধরনের ভেজালের প্রমাণ মিলেছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।
ডিজিএফআইর তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর কালিগঞ্জ ক্যাম্পের ক্যাপ্টেন নাহিদ হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের খাগড়াঘাট গ্রামের আতাউর মোড়লের বাড়ি থেকে আনুমানিক ২৫০ কেজি জেলি পুশ করা বাগদা, গলদা ও হরিণা প্রজাতির চিংড়িসহ আটক করা হয় আতাউর মোড়ল ও ছামিয়া বেগমকে।
অভিযানে উদ্ধার হয় বিভিন্ন সিরিঞ্জ, ওষুধ, রাসায়নিক উপাদান এবং চিংড়িতে জেলি পুশের সরঞ্জাম। অভিযুক্তরা স্বীকার করেছে, আরও স্থানে জেলি পুশ করা চিংড়ি মজুত আছে।
ঘটনাস্থলে পৌঁছান সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত। তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ধারায় দুইজনকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেন।
জেলি পুশকৃত চিংড়ি ধ্বংস করা হয়, আর নিরাপদ চিংড়ি স্থানীয় মাদ্রাসায় বিতরণ করা হয়।
সহকারী কমিশনার আব্দুল্লাহ বলেন, ‘শ্যামনগরের চিংড়ি বাংলাদেশের গর্ব, এই শিল্প টিকিয়ে রাখতে ভেজাল রোধে সবাইকে একসাথে কাজ করতে হবে।’
বিআরইউ