Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫,

প্রধান উপদেষ্টাকে নিয়ে অপমানজনক পোস্ট: আ.লীগ নেতা গ্রেপ্তার

জাহিদ হাসান, মাদারীপুর

জাহিদ হাসান, মাদারীপুর

এপ্রিল ২৪, ২০২৫, ০৬:৫১ পিএম


প্রধান উপদেষ্টাকে নিয়ে অপমানজনক পোস্ট: আ.লীগ নেতা গ্রেপ্তার

প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসকে নিয়ে অপমানজনক একটি ছবি ও পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করার অভিযোগে মাদারীপুরে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার ভূরঘাটা এলাকায় নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. দেলোয়ার হোসেন সরদার (৫৫) ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার সকালে তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. এহতেশামুল ইসলাম। তিনি জানান, দেলোয়ার হোসেনের বিরুদ্ধে একাধিক নিয়মিত মামলা রয়েছে।

ওসি আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধান উপদেষ্টা ড. ইউনুসকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর পোস্ট শেয়ারের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও গোপন সূত্রে জানা গেছে, সম্প্রতি ‘আওয়ামী লীগ মিডিয়া’ নামে একটি ফেসবুক পেজে একটি বিভ্রান্তিকর ছবি পোস্ট করা হয়। ছবিতে দেখা যায়, প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পায়ে হাত দিয়ে সালাম করছেন—যা বিভ্রান্তিকর ও সম্পূর্ণ ভিত্তিহীন।

উক্ত পোস্টটি দেলোয়ার হোসেন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে শেয়ার করলে মুহূর্তেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি প্রশাসনের নজরে এলে ডাসার থানার পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

এ বিষয়ে ডাসার থানার ওসি বলেন, “প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে, দেলোয়ার হোসেন উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তিকর ও অপমানজনক পোস্ট শেয়ার করেছেন, যা সামাজিক বিভ্রান্তি তৈরি করতে পারে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

ইএইচ

Link copied!