Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫,

কানাহার দিঘি নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সভা

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

এপ্রিল ২৪, ২০২৫, ০৭:০৭ পিএম


কানাহার দিঘি নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সভা

দিনাজপুরের ফুলবাড়ীতে ঐতিহাসিক কানাহার দিঘি নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী আকন্দ।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মুক্তিযুদ্ধকালীন জুনিয়র কমান্ডিং অফিসার ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনসুর আলী সরকার।

লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক ডেপুটি কমান্ডার এছার উদ্দিন ও আব্দুল হাই মোল্লা।

বক্তব্যে বলা হয়, “১৯৭৮ সালে মুক্তিযোদ্ধা কল্যাণের উদ্দেশ্যে কানাহার দিঘিটি মুক্তিযোদ্ধা সংসদের নামে এককালীন লিজ দেওয়া হয়। এরপর থেকেই আমরা নিয়মিত দিঘিটি ভোগ দখল করে আসছি। দিঘির পশ্চিম পাড় সংস্কার করে এখানে একটি ঘাট, হাফিজিয়া এতিমখানা মাদ্রাসা, মুর্দা ঘর নির্মাণ এবং ঈদগাহ মাঠ স্থাপন করা হয়েছে।”

বক্তারা অভিযোগ করেন, “২০২৪ সালের ৫ আগস্টের পর ফুলবাড়ীর স্থানীয় এক সংবাদকর্মী হারুনুর রশিদ আমাদের বিরুদ্ধে অপপ্রচার শুরু করেন। তিনি দিঘির আয়-ব্যয়ের বিষয়ে অপ্রাসঙ্গিকভাবে প্রশ্ন তোলেন এবং সাবেক ডেপুটি কমান্ডার এছার উদ্দিনের নিকট এক লক্ষ টাকা চাঁদা দাবি করেন।”

আরও অভিযোগ করা হয়, “সাংবাদিক হারুন প্রশাসনকে ভুল তথ্য দিয়ে দিঘিটি মুক্তিযোদ্ধাদের কাছ থেকে কেড়ে নেওয়ার অপচেষ্টায় লিপ্ত। এমনকি তিনি আমাদের কেয়ারটেকারের কাছ থেকে ভীতি প্রদর্শনের মাধ্যমে ২৫ হাজার টাকা উৎকোচ আদায় করেছেন।”

মুক্তিযোদ্ধারা বলেন, “হারুনুর রশিদের মতো অপসাংবাদিকদের কারণে সাংবাদিকতা পেশা কলুষিত হচ্ছে। এ ধরনের অপপ্রচার ও বিভ্রান্তিকর কর্মকাণ্ড সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে।”

সভায় মুক্তিযোদ্ধারা এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং কানাহার দিঘির মালিকানা ও ব্যবস্থাপনা মুক্তিযোদ্ধা সংসদের অধীনেই রাখার জোর দাবি জানান।

ইএইচ

Link copied!