টিটন কুমার ঘোষ, টঙ্গী (গাজীপুর)
এপ্রিল ২৪, ২০২৫, ০৭:১৪ পিএম
টিটন কুমার ঘোষ, টঙ্গী (গাজীপুর)
এপ্রিল ২৪, ২০২৫, ০৭:১৪ পিএম
গাজীপুর মহানগরের টঙ্গীর বনমালা এলাকায় একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শাহীন আলম জানান, আগুনে গুদামের সব মালামাল পুড়ে গেছে এবং এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা না গেলেও, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।
ইএইচ