Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫,

আখাউড়ায় জুয়েলারি দোকানে অভিযান, ৮ মালিককে অর্থদণ্ড

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

এপ্রিল ২৪, ২০২৫, ০৭:৪৫ পিএম


আখাউড়ায় জুয়েলারি দোকানে অভিযান, ৮ মালিককে অর্থদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ডিলিং লাইসেন্স ছাড়াই স্বর্ণ ও মূল্যবান ধাতুর ব্যবসা পরিচালনার অভিযোগে ৮টি জুয়েলারি দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এ সময় দোকানগুলোকে অর্থদণ্ড প্রদান করা হয়।

বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে পৌর শহরের সড়ক বাজারে এ অভিযান পরিচালনা করেন আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সল উদ্দিন।

অভিযান সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট দোকানগুলো অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ এর অধীন ডিলিং লাইসেন্স ছাড়া স্বর্ণ ও মূল্যবান ধাতুর ব্যবসা চালিয়ে আসছিল। এ কারণে ৮টি মামলায় মোট ১১ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।

জরিমানাপ্রাপ্ত দোকান মালিকরা হলেন- রনজিদ বণিক, অসিম কুমার বিশ্বাস, রনজিদ পাল, অসম পাল, কাজল চন্দ্র দাস, সুমিত বণিক, প্রদীপ সাহা ও নান্নু বণিক।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সল উদ্দিন বলেন, “ডিলিং লাইসেন্স ছাড়া স্বর্ণ ও মূল্যবান ধাতুর ব্যবসা আইনগতভাবে সম্পূর্ণ নিষিদ্ধ। এটি জনস্বার্থ ও ভোক্তাদের নিরাপত্তার সঙ্গে সম্পৃক্ত। আজকের অভিযানে লাইসেন্সবিহীন দোকানগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

ইএইচ

Link copied!