Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫,

জেলা পরিষদের অর্থায়নে গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে চেক বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

এপ্রিল ২৪, ২০২৫, ০৯:০৭ পিএম


জেলা পরিষদের অর্থায়নে গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে চেক বিতরণ

কিশোরগঞ্জে ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ২০২৪-এ শহীদ হওয়া জেলার গেজেটভুক্ত ১৮ জন শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার কিশোরগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে জেলা পরিষদ সম্মেলন কক্ষে এই চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা. মোস্তারী কাদেরী।

অনুষ্ঠানে গেজেটভুক্ত ১৮ জন শহীদের পরিবারকে প্রত্যেককে ২ লাখ টাকা করে মোট ৩৬ লাখ টাকার অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এই উদ্যোগকে সংশ্লিষ্ট সকলেই শহীদ পরিবারের প্রতি একটি সম্মানসূচক ও মানবিক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

ইএইচ

Link copied!