Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫,

বাবার ‘রসের গাড়ি’ ঠেলেই বিশ্ববিদ্যালয়ে আরাফাত

অভয়নগর (যশোর) প্রতিনিধি:

অভয়নগর (যশোর) প্রতিনিধি:

এপ্রিল ২৫, ২০২৫, ১২:২২ পিএম


বাবার ‘রসের গাড়ি’ ঠেলেই বিশ্ববিদ্যালয়ে আরাফাত
ছবি: আমার সংবাদ

যশোরের অভয়নগরের এক সাধারণ রস বিক্রেতার ছেলে আজ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেল। পরিবারের কষ্টকে শক্তিতে পরিণত করে আরাফাত হোসেন আজ শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে চলেছেন। বাবার রসের গাড়ি ঠেলেই স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের গেটে পৌঁছেছেন তিনি।

ধোপাদী গ্রামের আকবার খান ও রহিমা বেগমের ছেলে আরাফাত। ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি বাবার রস বিক্রির দোকান সামলাতে হতো তাকে। পরিবারের দুঃসময়ে নিজেই রস বিক্রি করত, তারপর ক্লাসে ফিরে পড়াশোনায় মনোযোগী থাকত। ২০২১ সালে ধোপাদী মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ এবং ২০২৩ সালে নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয় থেকেও একই বিভাগে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন তিনি।

এ বছরের ভর্তি পরীক্ষায় মেডিকেল কলেজে চান্স পেতে তার একটি নম্বরের ঘাটতি ছিল। তবে তাতে স্বপ্নে ভাটা পড়েনি। বিশ্ববিদ্যালয়ে পড়ার আকাঙ্ক্ষা তাকে আবার নতুন উদ্যমে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার বিভাগে ভর্তি পরীক্ষায় অংশ নিতে উদ্বুদ্ধ করে। সেই পরীক্ষায় তিনি ৮২৫তম স্থান অর্জন করেন।

আরাফাত হোসেন বলেন, ‘মেডিকেল ভর্তি পরীক্ষায় সুযোগ হারানোর পরও আশা ছেড়ে দিইনি। বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন একদিন না একদিন পূর্ণ হবেই, সেটা আমি বিশ্বাস করতাম। আজ সে স্বপ্ন বাস্তব হয়েছে, সবার দোয়া চাই।’

বাবা আকবার খান বলেন, ‘ছেলেটা ছোটবেলা থেকেই খুব মেধাবী। আমি অসুস্থ হলে ও আমাদের রসের দোকান নিয়ে নওয়াপাড়ায় চলে যেত। এক বেলা রস বিক্রি করে বাড়ি ফিরেই বই নিয়ে বসে পড়ত। আজ তার পরিশ্রমের ফল পাচ্ছি।’

নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান বলেন, ‘আরাফাতের সাফল্য প্রমাণ করে, দারিদ্র্য কোনো বাধা নয়। কঠোর পরিশ্রম আর ইচ্ছাশক্তি যেকোনো কষ্টকে জয় করতে পারে। তার ভর্তির জন্য আমরা সর্বাত্মক সহায়তা প্রদান করব।’

বিআরইউ

Link copied!