Amar Sangbad
ঢাকা শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫,

ইউএনওর উদ্যোগে নতুন রূপে বাবুগঞ্জ

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

এপ্রিল ২৫, ২০২৫, ০৬:৫০ পিএম


ইউএনওর উদ্যোগে নতুন রূপে বাবুগঞ্জ

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ফারুক আহমেদের সুন্দর জনসেবার মানসিকতার ফলে নতুন রূপ নিচ্ছে বাবুগঞ্জ উপজেলা। নাগরিক সেবার মানচিত্রে দাপ্তরিক সেবা কর্মকাণ্ডে ফিরে এসেছে সচ্ছলতা ও গতিশীলতা।

সাধারণত, সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে নানা অভিযোগ শোনা যায়, তবে এই নির্বাহী অফিসার সেই তালিকার বাইরে। তার ব্যবহার অত্যন্ত সুন্দর এবং তিনি মুচকি হাসি দিয়ে সব সময় মানুষের পাশে থাকেন।

ফারুক আহমেদ ২০২৪ সালের ১ ডিসেম্বর নির্বাহী অফিসার হিসেবে বাবুগঞ্জ উপজেলায় যোগদান করেন। তিনি যোগদানের পর থেকে সততা ও ন্যায়ের সঙ্গে কাজ করে যাচ্ছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগ সরকার পতনের পর মাঠ প্রশাসনের কাজের চাপ বেড়েছে। উপজেলা প্রশাসন সামলানোর পাশাপাশি উপজেলা পরিষদের দায়িত্ব পালন করতে হয় এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্বও পালন করছেন তিনি। এসব কাজের চাপ থাকা সত্ত্বেও উপজেলার সেবার মান দ্রুত নতুন রূপে বেড়েই চলেছে।

তিনি এলাকার সেবা কার্যক্রমে একে একে অনেক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছেন। বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন মোবাইল কোড ও কৃষি কর্নার স্থাপন করেছেন।

এসএসসি পরীক্ষার্থীদের জন্য নকলমুক্ত কেন্দ্র গঠন করেছেন, যা জনমনে প্রশংসিত হয়েছে। উপজেলা মডেল পাঠাগার, শিক্ষার্থীদের মনের উন্নতির জন্য প্রতিটি বিদ্যালয়ে ডিবেটিং ক্লাব স্থাপনের উদ্যোগ নিয়েছেন।

এছাড়া, তিনি জন্ম নিবন্ধনের ভুল সংশোধন এবং দ্রুত নিবন্ধন করানোর জন্য জোরালোভাবে কাজ করছেন। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ ইটভাটা উচ্ছেদ চালিয়ে জনসাধারণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন। কৃষির উন্নয়ন এবং ডেঙ্গু প্রতিরোধে ময়লা আবর্জনা দ্রুত সরানো, বিশেষ করে রাজার বের খালের খনন কাজের প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছেন।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ফারুক আহমেদ বলেন, “কর্মকর্তা হলো জনগণের সেবক। আমি যেখানেই চাকরি করেছি, সবসময় নাগরিকদের সেবায় নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করেছি। এই ধারা অব্যাহত রাখব।” তিনি আরও বলেন, “যেদিন এখানে যোগদান করেছি, সেদিনই বলেছি—এই বাবুগঞ্জ উপজেলা আমার। এখানে যতদিন আছি, এভাবেই সকলকে সেবা দিতে চাই। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে এবং সকলের সহযোগিতায় বাবুগঞ্জকে একটি আধুনিক উপজেলা বানাতে চাই।”

ইএইচ

Link copied!