মামুনুর রশিদ, চট্টগ্রাম ব্যুরো
এপ্রিল ২৫, ২০২৫, ০৭:০০ পিএম
মামুনুর রশিদ, চট্টগ্রাম ব্যুরো
এপ্রিল ২৫, ২০২৫, ০৭:০০ পিএম
বিশ্ব অর্থনৈতিক প্রতিযোগিতায় এগিয়ে থাকতে বাংলাদেশের জন্য বন্দর প্রতিযোগিতায় মর্যাদাপূর্ণ স্থান অর্জন করতে হবে। চট্টগ্রাম বন্দরের ইতিহাসে যারা বিভিন্নভাবে যুক্ত হয়েছেন, তাদের সবাই বন্দরের সফলতায় গৌরবান্বিত হবেন। একদিন আমিও না হয় না থাকি, কিন্তু বন্দরের সফলতার গল্প আমাকে মুগ্ধ করবে। আমাদের দেশ একদিন ইউরোপ ও আমেরিকার আদলে পরিণত হবে। জীবনযাত্রার মান, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, যোগাযোগ এবং কর্মসংস্থানসহ সব ক্ষেত্রে আমূল পরিবর্তন হবে বন্দরের বদন্যতায়। এই বন্দর আমাদের সকলের সম্পদ, আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো। তাই, সকল মতের ঊর্ধ্বে উঠে বন্দরের সফলতার জন্য একত্রে কাজ করতে হবে।
এ কথা বলেন, চট্টগ্রাম বন্দরের সফল চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান।
তিনি দৈনিক আমার সংবাদের সাথে আলাপকালে এসব কথা বলেন।
শুক্রবার ১৩৮তম বন্দর দিবস উপলক্ষে তিনি বন্দরের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে কেক কেটে শুভেচ্ছা জানান।
ইএইচ