Amar Sangbad
ঢাকা শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫,

বরিশালে হেফাজত ইসলামের সমাবেশ ও বিক্ষোভ

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

এপ্রিল ২৫, ২০২৫, ০৭:১৬ পিএম


বরিশালে হেফাজত ইসলামের সমাবেশ ও বিক্ষোভ

নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআন-বিরোধী প্রতিবেদন বাতিল, সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল, ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধসহ পাঁচ দফা দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শুক্রবার জুম্মার নামাজ শেষে বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে দুপুরে বরিশাল জেলা ও মহানগর হেফাজতে ইসলামের আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এর আগে নামাজ পরপরই খণ্ড খণ্ড মিছিল নিয়ে টাউন হলের সামনে জড়ো হন নেতা-কর্মীরা। পরে সংক্ষিপ্ত আকারে সমাবেশ শেষে একটি মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

এ সময় বক্তারা বলেন, নারী কমিশনের ৩১৮ পৃষ্ঠার সুপারিশে ১০টি বিষয় কুরআনের সঙ্গে সাংঘর্ষিক। তাই তারা ক্ষমা চাওয়ার পাশাপাশি নতুন কমিশন গঠনের দাবি জানান।

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ও বরিশাল জেলার সভাপতি মাওলানা মোহাম্মদ আবদুল হালিম এর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ও মহানগরের সভাপতি শেখ সানাউল্লাহ মাহমুদী, মহানগরের সহ-সভাপতি গোলাম মোস্তফা, জেলার সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন প্রমুখ।

অন্যদিকে, একই দাবিতে নগরীর নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে বরিশাল-ঢাকা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন হেফাজত ইসলাম বাংলাদেশ এর নেতৃবৃন্দ।

সমাবেশে হেফাজতে ইসলাম বাংলাদেশ বরিশাল মহানগর ও জেলা শাখার সকল পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!