Amar Sangbad
ঢাকা শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫,

ঝিনাইদহের ট্রেনে বিজিবির অভিযান, কোটি টাকার হেরোইন উদ্ধার

সাইফুল ইসলাম, মহেশপুর (ঝিনাইদহ)

সাইফুল ইসলাম, মহেশপুর (ঝিনাইদহ)

এপ্রিল ২৫, ২০২৫, ০৮:৩৫ পিএম


ঝিনাইদহের ট্রেনে বিজিবির অভিযান, কোটি টাকার হেরোইন উদ্ধার

মাদকবিরোধী অভিযান চালিয়ে ঝিনাইদহের কোটচাঁদুপরে যাত্রীবাহী ট্রেন থেকে কোটি টাকার হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া হেরোইনের পরিমাণ এক কেজি ১২৫ গ্রাম।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে কোটচাঁদপুর রেলস্টেশনে এ অভিযান চালায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সদস্যরা।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, বিকেল পৌনে ৭টার দিকে রাজশাহী হতে খুলনাগামী কপোতাক্ষ ট্রেনে অভিযান চালায় বিজিবি। এ সময় ট্রেনের ”ঙ” নম্বর বগি থেকে এক কেজি ১২৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক মূল্য এক কোটি ২৫ লাখ টাকা। এসব হেরোইন বিজিবির তত্ত্বাবধানে জমা রাখা হয়েছে। পরে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন শেষে তা নষ্ট করা হবে বলে জানিয়েছে বিজিবি।

আরএস


 

Link copied!