চট্টগ্রাম ব্যুরো
এপ্রিল ২৫, ২০২৫, ১০:৩৬ পিএম
চট্টগ্রাম ব্যুরো
এপ্রিল ২৫, ২০২৫, ১০:৩৬ পিএম
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণসংযোগ ও দাওয়াতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার চরপাথরঘাটা ইউনিয়নের আপন সাহেবের মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সভা শেষে ইউনিয়নের বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে দাওয়াতি লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।
গণসংযোগ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা-কর্ণফুলী আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা মাহমুদুল হাসান চৌধুরী।
দাওয়াতি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কর্ণফুলী উপজেলা সেক্রেটারি নুর উদ্দিন জাহাঙ্গীর, ইউনিয়ন নেতা ইলিয়াছ মেম্বার, মাস্টার আলী আহমদ, ডা. ইলিয়াছ, দিদার হোসেন, মাহবুব আলম প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ মুছা মেম্বার।
ইএইচ