Amar Sangbad
ঢাকা শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫,

বরিশালে ১৫ ঝুড়ি পাঙ্গাসের পোনা ও পাই জাল জব্দ

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

এপ্রিল ২৬, ২০২৫, ০৪:১০ পিএম


বরিশালে ১৫ ঝুড়ি পাঙ্গাসের পোনা ও পাই জাল জব্দ

বরিশাল জেলার হিজলা উপজেলার বিভিন্ন নদ-নদীতে এবার নতুন আতঙ্ক হয়ে দেখা দিয়েছে পাঙ্গাসের পোনা শিকার। অসাধু জেলেরা নির্বিচারে এসব পোনা শিকার করছেন।

জানা গেছে, শনিবার দুপুরে মেহেন্দীগঞ্জ উপজেলার বিভিন্ন নদীতে মৎস্য অধিদপ্তরের অভিযানে ১৫ ঝুড়িতে প্রায় ৭৫ কেজি পাঙ্গাসের পোনা জব্দ করা হয়।

তথ্যের সত্যতা নিশ্চিত করে উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, জাটকা সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে নদী থেকে এসব অবৈধভাবে শিকার করা পোনা জব্দ করা হয়েছে।

এর আগে, শুক্রবার গভীর রাতে মেহেন্দীগঞ্জ উপজেলার বামনার চরের গজারিয়া নদীতে উপজেলা মৎস্য অধিদপ্তর ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে একটি বিশাল পাই জাল জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

এছাড়াও জব্দ করা পাঙ্গাসের পোনা বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

ইএইচ

Link copied!