মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
এপ্রিল ২৬, ২০২৫, ০৬:৫১ পিএম
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
এপ্রিল ২৬, ২০২৫, ০৬:৫১ পিএম
টাঙ্গাইলের মধুপুরে সওদাগরদের সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসা এবং বিনা কারণে সাধারণ মানুষের ওপর অত্যাচার ও নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
"সওদাগর হটাও, মধুপুর বাঁচাও"—এ শ্লোগানকে সামনে রেখে সর্বস্তরের জনগণের আয়োজনে শনিবার বিকেলে মধুপুর রানী ভবানী সরকারি উচ্চবিদ্যালয় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে মধুপুর বাসস্ট্যান্ডের আনারস চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন- ঢাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসেন তুহীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আনোয়ার হোসেন তুহীন তার বক্তব্যে বলেন, "মধুপুরে সওদাগরদের সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সাধারণ মানুষের ওপর বিনা কারণে অত্যাচারে মধুপুরবাসী আজ অতিষ্ঠ। এই অপকর্ম প্রতিহত করতে মধুপুরের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।"
বিক্ষোভ মিছিলে প্রায় সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন। মিছিল শেষে পুনরায় রানী ভবানী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে গিয়ে কর্মসূচি সমাপ্ত হয়।
ইএইচ