কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
এপ্রিল ২৬, ২০২৫, ০৭:৩৫ পিএম
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
এপ্রিল ২৬, ২০২৫, ০৭:৩৫ পিএম
গাজীপুরের কালিয়াকৈরে মহান মে দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে পৌরসভার পূর্বচান্দরা এলাকায় পৌর শ্রমিক দলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পৌর শ্রমিক দলের সভাপতি এ কে আজাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক গাজী রায়হান রবিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাইজুদ্দিন আহমেদ। তিনি বলেন, "মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ইতিহাসের এক গৌরবময় দিন। আমাদের শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।"
সভায় আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক জুলফিকার রহমান জনি, গাজীপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন আলম সরকার, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনির বাবু, কালিয়াকৈর থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী রিপন, সাধারণ সম্পাদক নবাব আলী, সিনিয়র সহ-সভাপতি সোলাইমান হাসান এবং পৌর শ্রমিক দলের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইএইচ