দিনাজপুর প্রতিনিধি
এপ্রিল ২৬, ২০২৫, ০৮:১৫ পিএম
দিনাজপুর প্রতিনিধি
এপ্রিল ২৬, ২০২৫, ০৮:১৫ পিএম
দিনাজপুর শহরের পাহাড়পুর এলাকায় পুলিশের অভিযানে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ছয়জন পুরুষ ও চারজন নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
শনিবার দুপুর সাড়ে ১২টায় দিনাজপুর সদর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল সাড়ে ১০টায় সাবেক সংসদ সদস্য মোখলেছুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তারা অসামাজিক ও অবৈধ কার্যকলাপে লিপ্ত ছিল।
পুলিশ জানায়, অভিযানের সময় ঘটনাস্থল থেকে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট, দুটি মোটরসাইকেল, ছয়টি স্মার্টফোন, দুটি বাটনফোন এবং নগদ এক লাখ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- আহম্মেদ তানভির হুদা সুষম (৫৪), গোলাম মোহাম্মদ মমতাজুর রহমান রাজ (৩২), মো. পারভেজ আলম রাজু (২১), বিষ্ণু রায় (২৬), শামিম হোসেন (৪৫), রুবেল ইসলাম (৩৫), জবা চৌধুরী সারা (২০), মোছা. রিয়া বেগম (২৩), মোছা. মনি আক্তার (১৮), মোছা. নিলিমা ইসলাম (১৯)।
ওসি মতিউর রহমান আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং অশ্লীলতার অভিযোগে সদর কোতোয়ালি থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক নেটওয়ার্ক এবং শহরে অসামাজিক কার্যকলাপ সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাই-বাছাই করা হচ্ছে। গ্রেপ্তারকৃতদের শনিবার বিকেলে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় এবং তাদের রিমান্ড চাওয়া হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে আরও তথ্য উদঘাটন সম্ভব হবে বলে জানান ওসি।
ইএইচ